বিএনপি নেতা আসলাম চৌধুরী ও স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২৬০ কোটি টাকার খেলাপি ঋণ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২০ আগস্ট, ২০২৫ at ৬:১০ পূর্বাহ্ণ

নগরীর স্ট্যান্ডার্ড ব্যাংক পাহাড়তলী শাখার ২৬০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরী ও তার স্ত্রী জামিলা নাজনিন মাওলাকে ৫ মাসের দেওয়ানি আটকাদেশ দিয়েছে আদালত। পাশাপাশি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের অর্থঋণ আদালত১ এর বিচারক মো. হেলাল উদ্দীন এ আদেশ দেন।

আদালতের সেরেস্তাদার মো. সাইফুদ্দিন পারভেজ আজাদীকে বলেন, ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে আদালত আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে ৫ মাসের দেওয়ানি আটকাদেশসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

আদালত সূত্র জানায়, মেসার্স সেভেন বি এসোসিয়েটসের নামে ঋণ নিয়ে পরিশোধ না করায় ২০১৬ সালে আসলাম চৌধুরী ও তার স্ত্রী জামিলা নাজনীন মাওলার বিরুদ্ধে স্ট্যান্ডার্ড ব্যাংক পাহাড়তলী শাখার পক্ষ থেকে একটি অর্থঋণ মামলা দায়ের করা হয়। এ মামলায় ১৫২ কোটি ৯০ লাখ ২ হাজার ৪৩৭ টাকা পরিশোধ করার জন্য ২০১৯ সালের ২৪ জানুয়ারি আদালত ডিক্রি জারি করে। যথাসময়ে ডিক্রিকৃত উক্ত টাকা পরিশোধ না করায় সুদসহ ২৬০ কোটি ৭৭ লাখ ৭৯ হাজার ৪২৩ টাকা খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর অর্থঋণ জারি মামলা দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ।

আদালত সূত্র জানায়, জারি মামলা দায়েরের পরও বিশাল অংকের এ ঋণ পরিশোধে এগিয়ে আসছে না দায়িকরা। ব্যাংকের কাছে থাকা দায়িকদের বন্ধকি সম্পত্তি আদালতের মাধ্যমে নিলামে বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হলেও আগ্রহী ক্রেতা পাওয়া যায়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২০ আগস্ট চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আসলাম চৌধুরী। এর আগে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ২০১৬ সালের ১৫ মে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিবের পদে ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধগণশুনানিতে ২৫টি সমস্যার প্রতিকার করলেন ডিসি
পরবর্তী নিবন্ধচাকসুর তফসিল কখন, অপেক্ষায় শিক্ষার্থীরা