বিএনপি দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে ‘নালিশ করতে যায়’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, দেশের বিরুদ্ধে নালিশ করার রাজনীতি আমরা করি না। বিএনপি দাওয়াত ছাড়াই বিদেশিদের কাছে যায় নালিশ করতে। আমরা দুয়েকবার গেছি দাওয়াতে। দেশের বিরুদ্ধে নালিশ করার রাজনীতি আমরা করি না। খবর বিডিনিউজের।
নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, আমরা কারো দিকে তাকিয়ে নেই, আমরা তাকিয়ে আছি আমাদের জনগণের দিকে। বিদেশিরা আমাদের উন্নয়ন সহযোগী হতে পারে, তারা আমাদের ক্ষমতায় বসিয়ে দিবে–এটি আমরা বিশ্বাস করি না। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল আয়োজিত সেমিনারে গতকাল যোগ দেন সেতুমন্ত্রী। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, তারা কি জানেন? তাদের দলও তলে তলে নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে। মির্জা ফখরুলের কাছে এ রকম অশ্লীল কথা আশা করি না। নির্বাচনকে কুত্তামারা নির্বাচন বলেছেন তিনি। এটা প্রত্যাহার করতে বলেছি।
বিএনপি নির্বাচনে না আসার পরও গাজীপুরে শতকরা ৪৮ ভাগ ভোটার উপস্থিতিকে ‘কম বলার সুযোগ নেই’ বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মানুষ নির্বাচনে আগ্রহ হারাচ্ছে কিনা–এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পৃথিবীর বহু উন্নত দেশে ৩০ শতাংশও ভোট হয় না। গাজীপুরে ৪৮ শতাংশ হয়েছে। যারা বলেন যে ভোটের প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে, এটা তাদের জন্য উদাহরণ। বিএনপি নিঃসন্দেহে একটি বড় দল। তারা না আসার পরও ভোটারের এই উপস্থিতিকে কম বলার সুযোগ নেই। ওই যে রবীন্দ্রনাথের কাদম্বিনী মরিয়া প্রমাণ করলেন, তিনি মরেন নাই। সে রকম আওয়ামী লীগকে হেরে গিয়ে প্রমাণ করতে হবে নির্বাচন সুষ্ঠু হয়েছে।