বিএনপি-জামায়াত আবারো সন্ত্রাস-নৈরাজ্য শুরু করেছে

সাতকানিয়ায় মোসলেম উদ্দিন আহমদ এমপি

সাতকানিয়া প্রতিনিধি | শনিবার , ২৭ আগস্ট, ২০২২ at ৭:২৩ অপরাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, “বিএনপি-জামায়াত আবারো সন্ত্রাস-নৈরাজ্য শুরু করেছে। জ্বালাও-পোড়াও রাজনীতির মাধ্যমে তারা দেশে ফের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে। জনগনকে সাথে নিয়ে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে।”

তিনি গতকাল শুক্রবার বিকালে সাতকানিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আলোচনা সভার প্রধান বক্তা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, “বঙ্গবন্ধু হত্যা হয়েছিল জিয়া পরিবারের চক্রান্তে। ১৯৭৫ সাল ও ২০২২ সাল এক নয়। বঙ্গবন্ধুর ন্যায় নেত্রী বা দলের প্রতি নতুন করে কোন আঘাত আসলে বাংলাদেশ আওয়ামীলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের মূল উৎপাঠন করতে পিছ পা হবে না। আর এরকম ষড়যন্ত্রে যারা লিপ্ত তাদের সেই দিবা-স্বপ্ন কখনো সফল হবে না।”

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, “ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। চক্রান্তের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর খেলায় মেতে উঠেছে বিএনপি-জামাত শিবির চক্র। তাদেরকে রাজপথে প্রতিহত করতে হবে।”

সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ মোতালেব সিআইপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি মুহাম্মদ ইদ্রিছ, আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জহির উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মির্জা কচির উদ্দিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার, সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর, আবুল কালাম আজাদ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার ফরিদুল আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আ.ম.ম মিনহাজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আহমেদ সাইফুদ্দিন সিদ্দিক, মোজাম্মেল হক, হাজী দেলোয়ার হোসেন, মৃদুল কান্তি দাশ, এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, মুহাম্মদ জসিম উদ্দিন, মোঃ হোসেন কবির, সাংগঠনিক সম্পাদক জাফর আলম, মোহাম্মদ শাহজাহান, মোঃ জসিম উদ্দিন, প্রচার সম্পাদক সালাউদ্দিন শাহরিয়ার, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য সন্তোষ মল্লিক, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক নাছির উদ্দীন মিন্টু, উত্তর সাতকানিয়া যুব লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান ওচমান আলী, নাছির উদ্দীন টিপু, তাপস কান্তি দত্ত, যুবলীগ নেতা একেএম আসাদ, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী, তোফাজ্জল হোসেন চৌধুরী তুহিন, আবদুল মান্নান।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ৩ মামলা, আটক ৬
পরবর্তী নিবন্ধচা শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ