বিএনপি-জামায়াতের ৪৫৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

কাজীর দেউড়িতে সহিংসতা মামলা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ আগস্ট, ২০২৩ at ৬:১৬ পূর্বাহ্ণ

কাজীর দেউড়িতে সহিংসতা মামলায় বিএনপিজামায়াতের ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। গতকাল আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী ও তৎকালীন কোতোয়ালী থানার এসআই মো. একরাম উল্লাহ।

চট্টগ্রামের সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম তার সাক্ষ্য রেকর্ড করেন। এ সময় মামলার এক নম্বর আসামি বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীসহ চারশ’র উপর নেতাকর্মী আদালত কক্ষে হাজির ছিলেন। সাক্ষ্যে এসআই একরাম উল্লাহ ঘটনার তারিখ, ঘটনাস্থল এবং ঘটনার সময়ের বর্ণনা দেন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, সেদিন গণতন্ত্র হত্যা দিবসের ব্যানারে বিক্ষোভ মিছিল করে বিএনপিজামায়েতের নেতাকর্মীরা। একপর্যায়ে সাধারণের নিরাপত্তায় নিয়োজিত থাকা পুলিশ বাহিনীর উপর অতর্কিতভাবে হামলা করেন। ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ছিল। সবকিছু পরিকল্পনার অংশই ছিল। ট্রাইব্যুনালের পিপি রুবেল পাল আজাদীকে বলেন, মামলার বাদীর আংশিক সাক্ষ্যগ্রহণ হয়েছে। এখনো শেষ হয়নি। আগামী ১৮ সেপ্টেম্বরও তার সাক্ষ্য চলবে। শেষ হলে অন্যান্য সাক্ষীদের ডাকা হবে।

আদালতসূত্র জানায়, ২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে ২০১৫ সালের ৫ জানুয়ারি নগরীর কাজীর দেউড়িসংলগ্ন নাসিমন ভবনের সামনে সমাবেশ ডেকেছিল ২০দলীয় জোট। ওই দিন সভা চলাকালে পুলিশের সঙ্গে হাতাহাতি হয় নেতাকর্মীদের। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। পরবর্তীতে আসলাম চৌধুরীসহ ৩০১ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পুলিশের ওপর হামলা, বিস্ফোরক আইন ও সন্ত্রাসবিরোধী আইনের ধারায় কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন তৎকালীন এসআই মো. একরাম উল্লাহ। তদন্ত শেষে ২০১৮ সালের ৪ জুলাই পৃথক তিনটি চার্জশিট দাখিল করা হয়।

এছাড়া ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর চার্জগঠন করে আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন বিচারক। যাদের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে তাদের মধ্যে রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম, দলের যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, দক্ষিণ জেলার সহসভাপতি মো. এনামুল হক, বিএনপির কেন্দ্রীয় সদস্য শামসুল আলম এবং জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধবিয়ে বাড়িতে গভীর রাতে আগুন
পরবর্তী নিবন্ধমানববর্জ্য ব্যবস্থাপনায় চসিকের সঙ্গে কাজ করবে ওয়াসা