বিএনপি-জামায়াত দেশকে আবার পেছনে টেনে নিয়ে যেতে চায়

দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় হানিফ ।। ২৮ অক্টোবরের জনসভাকে স্মরণকালের সেরা জনসভায় পরিণত করতে হবে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২০ অক্টোবর, ২০২৩ at ৪:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, কর্ণফুলী টানেল শুধু চট্টগ্রামের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটা বাংলাদেশের একটা উন্নয়নের মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এক সময় এই বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছিল, ক্ষুধা ও দরিদ্র রাষ্ট্রে পরিণত হয়েছিল। সেখান থেকে এই দেশকে টেনে এনে সারাবিশ্বের কাছে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্ণফুলী টানেল তারই অন্যন্য দৃষ্টান্ত। উন্নয়নের মহাসড়কের আজকের বাংলাদেশকে বিএনপিজামায়াত আবার পেছনে টেনে নিয়ে যেতে চায়। আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে চাই। শেখ হাসিনা ১৫ বছরে যে উন্নয়ন করেছেন, আগামী ১০০ বছরে এই উন্নয়ন কেউ করতে পারবে বলে আমরা বিশ্বাস করি না।

আগামী ২৮ অক্টোবর (শনিবার) সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে আনোয়ারা কেইপিজেড মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ এমপি বলেন, বিএনপি আমলে তারেক রহমান হাওয়া ভবন বানিয়েছিল। এই হাওয়া ভবন থেকে দুর্নীতির রাজত্ব কায়েম করেছিল। যে কোনো টেন্ডার হাওয়া ভবনের কমিশন ছাড়া হয় নাই। দুর্নীতির একটা দোকান খুলে বসেছিলেন। সন্ত্রাসী ও সন্ত্রাসের লালন করেছে। শত শত আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছে। জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করেছে। দেশব্যাপী একসাথে বোমা হামলা করেছে। উনারা আবার সেই জায়গায় নিয়ে যেতে চায়।

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ক্ষমতায় বিশ্বাস করে, জনগণের শক্তিতে আস্থা রাখে। বিদেশী প্রভুর উপর নির্ভর করে ক্ষমতায় আসতে চায় না। এ দেশের ৭০ শতাংশ জনগণ জননেত্রী শেখ হাসিনার প্রতি সমর্থন আছে সেটাই প্রমাণ করতে হবে, আগামী ২৮ অক্টোবর চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে হবে। এই জনসভাকে স্মরণকালের সেরা জনসভায় পরিণত করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, আগামী ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন। এর পর পরেই আনোয়ারা কেইপিজেড মাঠে জনসভায় ভাষণ দেবেন। এই জনসভাকে সবাত্মক সফল করতে হবে। সামনে নির্বাচন দেশের জনগণকে আমাদের বাস্তবিক অর্থে বুঝাতে হবে আওয়ামী লীগ সরকার ছাড়া কোন বিকল্প নেই। আমাদের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হবে, জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। তা না হলে স্বাধীনতা বিরোধী চক্র আওয়ামী লীগ, বাংলাদেশ ও দেশব্যাপী উন্নয়নযজ্ঞকে ধ্বংস করে দিবে।

বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি বলেন, চট্টগ্রাম জননেত্রী শেখ হাসিনার কাছে গুরুত্বপূর্ণ, তিনি সেটা বার বার বলেছেন। শেখ হাসিনা চট্টগ্রামে বার বার আসেন এবং চট্টগ্রামের জন্য অনেক অনেক বরাদ্দ দিয়েছেন। র্কণফুলী টানেল শুধুমাত্র দক্ষিণ চট্টগ্রামের উন্নয়ন করবে না, এটি কঙবাজারসহ পার্বত্য চট্টগ্রামেরও উন্নয়ন করবে এবং এশিয়ান হাইওয়ের সাথে আমাদের যুক্ত করবে। আওয়ামী লীগ ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, আমেরিকার ভরসায় বিএনপিজামাতের আন্দোলন সফল হবে না। বিজয় শেখ হাসিনার হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় গতকাল দুপুর ২টায় অনুষ্ঠিত এ বর্ধিত সভায় বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম, নজরুল ইসলাম চৌধুরী এমপি, নোমান আল মাহমুদ এমপি, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি চেমন আরা তৈয়ব, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব, পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, প্রফেসর ড. আবু রেজা মো: নেজামুদ্দিন নদভী এমপি, বাংলাদেশ ছাত্রলীগ সাবেক সভাপতি মাহাফুজুল হায়দার রোটন, সালাউদ্দিন মাহমুদ, বাংলাদেশ যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম প্রমুখ।

এছাড়াও দক্ষিণ জেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিসাধারণ সম্পাদকবৃন্দ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি
পরবর্তী নিবন্ধহাটহাজারীর সাব-রেজিস্ট্রার কারাগারে