উত্তর পাহাড়তলী ৯নং ওয়ার্ডের শহিদ লেইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম তলা নতুন ভবন উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি। তিনি বলেন, শিক্ষাখাতে সরকারের উন্নয়ন সারা দেশে দৃশ্যমান। আমার নির্বাচনী এলাকায় প্রতিটি প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসায় নতুন বহুতল দৃশ্যমান, খুব শীঘ্রই আর কিছু ভবন উদ্বোধন করবো। শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী আর বিএনপি জামাত দেশবিরোধী চক্রান্ত ও আগুন সন্ত্রাসে বিশ্বাসী। সরকার দেশে উন্নয়নের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে।
গতকাল বুধবার বিদ্যালয়ের সভাপতি শাহ মোহাম্মাদ ইমরানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রুহুল আমিনের সঞ্চালনায় ভবন উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কাউন্সিলর জহুরুল আলম জসিম, কাজী আলতাফ হোসেন, সরোয়ার মোর্শেদ কচি, এরশাদ মামুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।