বিএনপি জামাত দেশবিরোধী চক্রান্ত ও আগুন সন্ত্রাসে বিশ্বাসী

প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনে এমপি দিদার

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ জুন, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

উত্তর পাহাড়তলী ৯নং ওয়ার্ডের শহিদ লেইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম তলা নতুন ভবন উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি। তিনি বলেন, শিক্ষাখাতে সরকারের উন্নয়ন সারা দেশে দৃশ্যমান। আমার নির্বাচনী এলাকায় প্রতিটি প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসায় নতুন বহুতল দৃশ্যমান, খুব শীঘ্রই আর কিছু ভবন উদ্বোধন করবো। শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী আর বিএনপি জামাত দেশবিরোধী চক্রান্ত ও আগুন সন্ত্রাসে বিশ্বাসী। সরকার দেশে উন্নয়নের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে।

গতকাল বুধবার বিদ্যালয়ের সভাপতি শাহ মোহাম্মাদ ইমরানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রুহুল আমিনের সঞ্চালনায় ভবন উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কাউন্সিলর জহুরুল আলম জসিম, কাজী আলতাফ হোসেন, সরোয়ার মোর্শেদ কচি, এরশাদ মামুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখালে গোসল করতে গিয়ে ব্যক্তির মৃত্যু
পরবর্তী নিবন্ধচবি এলামনাই সেন্টারের নির্মাণকাজ উদ্বোধন কাল