মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বলেন, একদিকে বন্যার্তদের আহাজারি অন্যদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা মেতে উঠেছেন পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে। কোটি কোটি টাকা এই উদ্বোধনী উৎসবের নামে অপচয় করা হলেও বন্যার্তদের পাশে নেই তারা।
গতকাল বিকেলে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, বন্যাদুর্গত এলাকায় সরকারের এমপি-মন্ত্রীদের দেখা নেই। জনগণের ভোটে নির্বাচিত নয় বলে জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতাও নেই।
মেগা প্রকল্পের নামে সরকার মেগা দুর্নীতি করে জনগণের টাকা আত্মসাৎ করছে। লুটপাটের টাকা সমন্বয় করাই তাদের তথাকথিত উন্নয়নের মূল উদ্দেশ্য।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মঈনুদ্দিন রাশেদ, হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, আলী মর্তুজা খান, জমির উদ্দিন নাহিদ, সিরাজুল ইসলাম ভুইয়া, এম.আবু বক্কর রাজু, গোলাম সরোয়ার, আব্দুল হাই, সাজ্জাদ হোসেন, এমদাদুল হক স্বপন, মোহাম্মদ আলমগীর, ইসহাক খান, রাশেদ পাটোয়ারী, সাজ্জাদ হোসেন খান, জাবেদ হোসাইন, শফিউল আলম শফি, আলতাফ হোসেন, সাজিদ হাসান রনি, এন মোহাম্মদ রিমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











