বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাসী

দোয়া ও ইফতার মাহফিলে আবু সুফিয়ান

| বুধবার , ২০ এপ্রিল, ২০২২ at ১০:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাসী। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন ও জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা চালিয়ে যাব। বাধা আসবে, আমরা প্রতিবাদ করবো, প্রতিরোধ করবো, বিজয় আমাদের সুনিশ্চিত।

এই সরকার জনগণের নয়। জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার, কথা বলার অধিকার এরা কেড়ে নিয়েছে। উন্নয়নের নামে জনগনের টাকা লুটপাট করছে। ১৩ বছরে সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার কোনো উন্নতি না হলেও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা দুর্নীতি করে যথেষ্ট সম্পদশালী হয়েছেন। বিএনপির নেতাকর্মীরা যখন তাদের দুর্নীতি দুঃশাসন এর বিরুদ্ধে প্রতিবাদ করে তখন আইনশৃঙ্গলা বাহিনীকে বিএনপির নেতাকর্মীদের উপর লেলিয়ে দেয়।

গত সোমবার বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলে তাদের ক্ষমতা থেকে বিতাড়িত করে জনবান্ধব সরকার প্রতিষ্ঠা করতে হবে।

ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল আলম, নাজিম উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন লিপু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, মো .বকতেয়ার, আব্দুল আজিজ, নুরুল আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআইনশৃঙ্খলা রক্ষায় পৌর কর্তৃপক্ষের আনসার টিম
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে ইফতার মাহফিল