চট্টগ্রাম–৯ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, ধানের শীষ গণতন্ত্রের প্রতীক। ধানের শীষ স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। ধানের শীষ নির্বাচিত হলে এবং বিএনপি ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হবে। মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। ক্ষমতায় এলে বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তাদের অর্থনৈতিক মুক্তিও নিশ্চিত করবে। দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা অক্ষুণ্ন রেখে বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ায় বিএনপির মূল লক্ষ্য।
তিনি গতকাল মঙ্গলবার ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও নির্বাচনী সেন্টার কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভার পূর্বে তিনি ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যু্গ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, বেগম ফাতেমা বাদশা। ওয়ার্ড বিএনপির আহবায়ক আব্দুল হালিমের সভাপতিত্বে ও সদস্য সচিব এম. এ হাসনাতের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান বুলু, হাজী মহসিন, সুলতান মাহমুদ খান সুমন, আকবর কবির চৌধুরী ডিউক, সিরাজুল ইসলাম, আব্বাস উদ্দিন, এস এম নাছির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












