বিএনপি ক্ষমতায় গেলে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করা হবে

ফটিকছড়িতে সরওয়ার আলমগীর

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ১০ ডিসেম্বর, ২০২৫ at ১০:২৪ পূর্বাহ্ণ

বিএনপি ক্ষমতায় গেলে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম(ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনিত প্রার্থী সরওয়ার আলমগীর। তিনি বলেন, প্রতিটি চা বাগানে প্রাথমিক বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র ও খাস জমিতে চা শ্রমিকদের বাসস্থানের বিষয়ে কাজ করা হবে। দীর্ঘদিন যাবত ফটিকছড়িতে শিল্প জোন ও ফটিকছড়ির গ্যাস ফটিকছড়িতে পাবার লক্ষ্যে দাবি জানিয়ে আসছি, বিএনপি সরকার গঠন করলে এসব কাজ বাস্তবায়ন করতে পারবো। গতকাল মঙ্গলবার বিকেলে ফটিকছড়ির ১৮টি চা বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম ভ্যালি সভাপতি নিরঞ্জন নাথের সভাপতিত্বে ও মো. জাবেদ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ভ্যালি সম্পাদক যতন কর্মকার, বিএনপি নেতা আবুল হোসেন আবু, রামগড় চা বাগানের মদন রাজগর, নেপচুন চা বাহানের মৃধুল কর্মকার, রাঙ্গাপানি চা বাগানের অনীল তাতি, বারমাসিয়া চা বাগানের অপূ কুর্মী, আন্ধারমানিক চা বাগানের রবি চন্দ্র দে, হালদা ভ্যালি চা বাগানের হরিদাশ, ফেনুয়া চা বাগানের বিপ্লব দে, রাম গড় চা বাগানের বিপ্বল মুন্ডা এবং অন্যান্য বাগানের পঞ্চায়েত সভাপতিসম্পাদকসহ নেতৃবৃন্দ। এরপর সঞ্জয় ত্রিপুরার নেতৃত্বে উপজেলা আদিবাসী ফোরাম ও উত্তর জেলা আদিবাসী নেতৃবৃন্দরা প্রার্থী সরওয়ার আলমগীরের সাথে মতবিনিময় করেন।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে ফার্মেসি বিভাগের বিদায় অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধবিভিন্ন উপজেলায় রোকেয়া দিবসে অদম্য নারী সম্মাননা