বিএনপি ক্ষমতায় এলে সকল ধর্মাবলম্বীর অধিকার নিশ্চিত করবে

রাঙ্গুনিয়ায় হুম্মাম কাদের চৌধুরী

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ৩ অক্টোবর, ২০২৫ at ৬:৫২ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গাপুজা উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী। গত ১ অক্টোবর রাতে পরিদর্শনকালে তিনি মণ্ডপ পরিদর্শনকালে হিন্দু সমপ্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করেন।

এসময় হুমাম কাদের বলেন, বলেন, বিএনপি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বাংলাদেশীদের দল। বিএনপি জনগণের রায় নিয়ে সরকার পরিচালনার দায়িত্ব পেলে সকল ধর্মাবলম্বী মানুষের সুখ, শান্তি, নিরাপত্তা, ধর্মকর্ম পালনের স্বাধীনতা এবং মূল্যবোধ ও সংস্কৃতির চর্চ্চার অধিকার সুনিশ্চিত করবে। তিনি হিন্দু ধর্মাবলম্বীসহ জনগণের প্রতি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধঅপর্ণাচরণ সিটি কর্পো’বালিকা বিদ্যালয় ও কলেজে মিলাদুন্নবী (দ.) মাহফিল
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে দুর্বারের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি