বিএনপি ক্ষমতায় আসলে ধীরগতিতে চলা কালুরঘাট সেতুর কাজ দ্রুত করা হবে

বোয়ালখালীতে এরশাদ উল্লাহ্‌

বোয়ালখালী প্রতিনিধি | শনিবার , ১১ অক্টোবর, ২০২৫ at ১১:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এরশাদ উল্লাহ্‌ বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পরে দুইবার রেলওয়ে অফিসে কালুরঘাট সেতুর বিষয়ে কথা বলার জন্য গিয়েছিলাম। এখন কিন্তু কালুরঘাট সেতুর কাজ ধীরগতিতে চলছে। এটি যাতে দ্রুত গতিতে হয় সে বিষয়ে এবং বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বোয়ালখালীর যেসব সমস্যা আছেবিশেষ করে নদী ভাঙন থেকে শুরু করে রাস্তাঘাটের কাজ করবো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ২৫০ বেডে রূপান্তরিত করার চেষ্টা করবো।

গতকাল শুক্রবার বিকালে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধের সামনে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পূর্ব গোমদন্ডী ইউনিয়ন বিএনপির ও অঙ্গসংগঠনের আয়োজিত মহা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজি আবু আকতারের সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির সাবেক সহসভাপতি কামাল উদ্দিন, যুবদলের আহ্বায়ক মো. লোকমান এবং ইমরান হোসেন জিকুর যৌথ সঞ্চালনায় সমাবেশ প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো.আজিজুল হক চেয়ারম্যান।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা শওকত আলম, সৈয়দ শিহাব উদ্দিন আলম, জাফর আহমদ, যুবদল নেতা মোহাম্মদ আজগর, বিএনপি নেতা আবুল হাশেম, নুরুল করিম নুরু, সরোয়ার আলমগীর, জয়নাল আবেদীন সিকদার, শহিদুল্লাহ চৌধুরী, মহসিন খান তরুণ, মাহামুদুল হক মেম্বার, মজিবুত উল্লাহ মজু, শফিকুল ইসলাম শাহিন, জসিম উদ্দিন মেম্বার, এম এ করিম, শাহেদা আকতার সেফু, আকরাম হোসেন দুলাল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপিআর পদ্ধতির নির্বাচন সংসদীয় রাজনীতির গুণগত মান বাড়াবে
পরবর্তী নিবন্ধনগরীর ভাঙা সড়কে কার্পেটিং কাজ পরিদর্শনে মেয়র