বিএনপি কার্যালয়ে পদবঞ্চিতদের আগুন

নগর ছাত্রদল

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ ডিসেম্বর, ২০২০ at ৫:৩২ পূর্বাহ্ণ

নগর ছাত্রদলের পদবঞ্চিতরা নাসিমন ভবনস্থ বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে। গত রাত সাড়ে ৯ টার দিকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয় পদবঞ্চিতরা। এসময় তারা সদ্য ঘোষিত ছাত্রদলের নেতৃবৃন্দকে অবাঞ্ছিত ঘোষণা করে স্লোগান দেয়। একপর্যায়ে দলীয় কার্যালয়ের বারান্দায় থাকা টেবিলে আগুন ধরিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এর আগে দুপুরে নবগঠিত আহবায়ক কমিটিতে রাজপথের পরীক্ষিত নেতা কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে ছাত্রদল নেতা রবিউল হাসান বাবলুর নেতৃত্বে নগরীর জিইসি এলাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অনতিবিলম্বে ‘অবৈধ কমিটি’ বিলুপ্ত করে রাজপথের পরীক্ষিত মামলা হামলার শিকার নেতা কর্মীদের অন্তর্ভুক্ত করে অবিলম্বে নতুন কমিটি ঘোষণা করার জোড় দাবি জানানো হয়। মিছিলটি নগরীর জিইসি থেকে শুরু হয়ে ওয়াসা মোড় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে রাজিব মিয়া, রাজু মিয়াসহ অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, গত শনিবার মধ্য রাতে নগর ছাত্রদলের ৩৫ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্র। পরদিন রোববার পদবঞ্চিতরা নবগঠিত কমিটি প্রত্যাখান করে মিছিল করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।

পূর্ববর্তী নিবন্ধদেশের শান্তিতে যারা খুশী নয়, পাহাড়ের উন্নয়নেও তারাই নাখোশ
পরবর্তী নিবন্ধসিনহার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ভাই ভাতিজা