বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ‘সশস্ত্র বাহিনী দিবস–২০২৪’ উদযাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার শিক্ষক–শিক্ষার্থীদের উপস্থিতিতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মাধ্যমে কলেজ অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনী দিবস উদযাপনের কার্যক্রম শুরু হয়। শুরুতেই শিক্ষক–শিক্ষার্থীরা সশস্ত্র বাহিনী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে তাদের বক্তব্য উপস্থাপন করেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় চিত্রাংকন প্রতিযোগিতা। অধ্যক্ষ ক্যাপ্টেন মো. আশরাফুল আলম প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সমাপনী বক্তব্যে অধ্যক্ষ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বাহিনীর সক্রিয় অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে শিক্ষার্থীদেরকে দেশপ্রেমিক হয়ে গড়ে ওঠার পরামর্শ দেন।
এছাড়া, তিনি শিক্ষার্থীদেরকে সশস্ত্র বাহিনী তথা বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবায় নিজেকে উৎসর্গ করার জন্য উদ্বুদ্ধ করেন। প্রেস বিজ্ঞপ্তি।