বিএইচবিএফসির ‘২৫ মার্চ নৃশংস গণহত্যা দিবস বিষয়ক’ ভার্চুয়াল সভা

| বুধবার , ৩১ মার্চ, ২০২১ at ৬:৫১ পূর্বাহ্ণ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর ১০ দিনব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসেবে গত ২৫ মার্চ বেলা ১১ টায় ‘২৫ মার্চ নৃশংস গণহত্যা দিবস বিষয়ক’ এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
এতে বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বিএইচবিএফসির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বিএইচবিএফসির পরিচালক তপন কুমার ঘোষ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর ‘অপারেশন সার্চ লাইট’ ছিল বাঙালির একটি প্রজন্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার এক নারকীয় পরিকল্পনা। এমন গণহত্যা আর কোথাও যাতে না ঘটে সে জন্য এ দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি লাভের জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রাখার দাবি জানান তিনি।
সভায় আরো বক্তব্য রাখেন বিএইচবিএফসির মহাব্যবস্থাপক মো. জসীম উদ্দীন, মো. খাইরুল ইসলাম, বিভাগীয় প্রধান আবু বকর সিদ্দিক খান, জোনাল ম্যানেজার মো. ইউসুফ সালাউদ্দিন, শাখা ম্যানেজার নিগার সুলতানা মিতু, অফিসার কল্যাণ সমিতির সদস্য সচিব মো. মাহফুজুর রহমান, বিএইচবিএফসির বঙ্গবন্ধু পরিষদের সভাপতি তারেক ইমতিয়াজ খান এবং বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ। সঞ্চালক হিসেবে সভাটি পরিচালনা করেন বিএইচবিএফসি’র সহকারী মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম ও সিনিয়র অফিসার ফাইজা নোশিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে আ.লীগ নেতাসহ দুইজনকে তুলে নিয়ে মারধরের অভিযোগ
পরবর্তী নিবন্ধঅবিলম্বে মুক্তি দাবি সিনিয়র নেতৃবৃন্দের