বিএইচবিএফসির বঙ্গবন্ধু প্যাভিলিয়ন উদ্বোধন

| বৃহস্পতিবার , ৩০ ডিসেম্বর, ২০২১ at ৫:২৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) সদর দফতর ভবনে গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির বঙ্গবন্ধু প্যাভিলিয়নের উদ্বোধন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন ঘোষণা করেন। কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিমের সভাপতিত্বে বিএইচবিএফসি প্রশিক্ষণ কেন্দ্রে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী বিষয়ক এক আলোচনা অনুষ্ঠানের পর বঙ্গবন্ধু প্যাভিলিয়নের উদ্বোধন করা হয়। আলোচনা ও উদ্বোধনী অনুষ্ঠানে বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন ও পরিচালক তপন কুমার ঘোষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও, এফআইডি ও বিএইচবিএফসির ঊর্ধ্বতন নির্বাহী এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুজিব জন্মশতবর্ষ এবং বিজয়ের সুবর্ণজয়ন্তীর বছরে জাতির পিতার স্মৃতি সংরক্ষণাগার ও প্রদর্শনীকেন্দ্র হিসেবে বিএইচবিএফসি সদর দফতর ভবনের দোতলায় সুপরিসর ও নান্দনিক বঙ্গবন্ধু প্যাভিলিয়ন প্রতিষ্ঠা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশংখতট খেলাঘর আসরের দ্বি-বার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধটিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশনের বর্ষপূর্তি