নগরীর বিদ্যালয়গুলোর ছাত্র ছাত্রীদের জন্য প্রধানমন্ত্রী প্রদত্ত ১০ টি স্কুল বাস চলাচলের আর্থিক সহায়তার নিমিত্তে বিআরটিসি এবং জিপিএইচ ইস্পাত লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। এসময় জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার, বিআরটিসি কর্মকর্তা ও জিপিএইচর প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, ২০১৮ সালের ২৯ জুলাই ঢাকায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামসহ দেশব্যাপী আন্দোলন শুরু হয়। যা পরবর্তীতে নিরাপদ সড়ক আন্দোলন নামে পরিচিত লাভ করে। এই আন্দোলনের ধারাবাহিকতায় চট্টগ্রাম নগরীতে আন্দোলনরত শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্টুডেন্টস বাস সার্ভিস চালু চেয়ে একটি স্মারকলিপি প্রদান করেন। তার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর দপ্তরের একটি স্মারক মূলে ২০১৯ সালের ৭ এপ্রিল বিআরটিসি ১০ টি দ্বিতল বাস প্রদা করে। এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ২৫ জানুয়ারি নগরীতে জেলা প্রশাসকের সহযোগিতায় স্কুল বাস সার্ভিস চালু করা হয়।










