বিআরটিএ থেকে দালাল আটক, এক মাসের কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ অক্টোবর, ২০২২ at ৭:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বিআরটিএতে অভিযান চালিয়ে মো. সেকেন্দার অনিক নামে এক দালালকে হাতেনাতে আটক করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫শ টাকা অর্থদণ্ড করা হয়। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক এ অভিযান পরিচালনা করেন।
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চট্টগ্রামের বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্সের ফিল্ড টেস্টে আসা প্রার্থীদের প্রতিদিন বিভিন্ন হয়রানি এবং তাদের কাছ থেকে টাকা দাবি করে আসছে অভিযুক্ত সেকেন্দার অনিক। এছাড়াও অনিক বিআরটিএ’র সহকারী মোটরযান পরিদর্শক আবু নাঈমের কাছে বিভিন্ন সময়ে অবৈধ তদবির করতো। তার তদবির না শুনলে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করতো। এসব অভিযোগের ভিত্তিতে গতকাল ঘটনাস্থল থেকে তাকে হাতেনাতে আটক করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
আটকের পর সে প্রথমে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার্থী হিসেবে পরিচয় দেয়। তবে সে কোনো লার্নার কার্ড বা বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেনি। পরে অভিযুক্ত সেকেন্দার তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয় গুলো স্বীকার করেন। এজন্য তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫শ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআংশিক সূর্যগ্রহণ আজ
পরবর্তী নিবন্ধবন্দরে পণ্য ওঠানামা বন্ধ সব জাহাজ বহির্নোঙরে