বায়েজিদের সেই সোর্স আনোয়ার গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৭ এপ্রিল, ২০২১ at ৩:৪০ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ থানাধীন আরেফিন নগর এলাকায় চাঁদাবাজির অভিযোগে সোর্স আনোয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে তাকে আরেফিন নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে চাঁদাবাজির একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বায়েজিদ বোস্তামি থানার ওসি প্রিটন সরকার।
স্থানীয় সূত্রে জানা যায়, আরেফিন নগর এলাকায় সোর্স আনোয়ার ও পিস্তল সোহেল নামের আলাদা দুইটি সন্ত্রাসী গ্রুপ রয়েছে। আলিফ, রিপন, মামুন, সালাউদ্দিন, কুতুবসহ কয়েকজনের একটি গ্রুপ নিয়ন্ত্রণ করে সোর্স আনোয়ার। আনোয়ার দীর্ঘদিন ধরে বায়েজিদ থানা বাস্তুহারা লীগের সভাপতি পরিচয় দিয়ে ওই এলাকায় পাহাড়কাটা, জমি দখল, খাস জমি একে অপরের কাছে হস্তান্তর করার কাজ নিয়ে চাঁদাবাজি করে আসছিল। কিছুদিন আগে একটি ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে সম্প্রতি জামিনে এসে সে পুনরায় এলাকার নিয়ন্ত্রণ নিতে বেপরোয়া হয়ে উঠে। গত ৭ মার্চ আধিপত্য বিস্তারের জের ধরে সোর্স আনোয়ার গ্রুপের হাতে খুন হন ইমন নামের এক ছাত্রলীগ নেতা।

পূর্ববর্তী নিবন্ধহাসপাতালের ১১তলা থেকে লাফিয়ে পড়ে করোনা রোগীর আত্মহত্যা!
পরবর্তী নিবন্ধছাত্রীকে নিপীড়ন, স্কুল শিক্ষক গ্রেপ্তার