বায়েজিদে সিএনজির ধাক্কায় পথচারী নিহত

আজাদী প্রতিবেদন | শনিবার , ৪ মার্চ, ২০২৩ at ৯:৩৩ পূর্বাহ্ণ

বায়েজিদ থানাধীন লিঙ্ক রোড এলাকায় সিএনজির ধাক্কায় শাহ আলম (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শাহ আলম সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ১নং ওয়ার্ডের মৃত খুরশীদ আলমের পুত্র। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, বায়েজিদ লিঙ্ক রোডে সিএনজির ধাক্কায় শাহ আলম নামের এক পথচারী গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের ২৮নং ওয়ার্ডে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ হাবীবুল্লাহ
পরবর্তী নিবন্ধআকিকুন নাহার চৌধুরী