বায়েজিদে মাইক্রোর ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

আজাদী প্রতিবেদন | বুধবার , ৭ এপ্রিল, ২০২১ at ১১:৫১ পূর্বাহ্ণ

মাইক্রোবাসের ধাক্কায় নগরে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম আফছার আলী (৭০)। গতকাল সকাল ৯টার দিকে বায়েজিদ লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত সীতাকুণ্ড উপজেলায় জঙ্গল সলিমপুর এলাকার মৃত মো. শহীদ উদ্দীনের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আফসার আলীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আফছার আলীর ছেলে সাজেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, বাড়ি থেকে সাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন বাবা। পথে বায়েজিদ লিংক রোডে ছিন্নমূলের মুখে সাইকেলকে মাইক্রোবাস ধাক্কাা দিলে তিনি ছিটকে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম আকন্দ স্মরণে সভা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে মাইক্রোবাস চাপায় নিরাপত্তারক্ষীর মৃত্যু