বায়েজিদে ভোজ্য তেল কারখানা সিলগালা

অস্বাস্থ্যকর পরিবেশে বোতলজাত

আজাদী প্রতিবেদন | বুধবার , ২২ সেপ্টেম্বর, ২০২১ at ১১:২২ পূর্বাহ্ণ

অস্বাস্থ্যকর পরিবেশে তেল বোতলজাত করাসহ বিভিন্ন অপরাধে নগরীর বায়েজিদে এসএ ট্রেডার্স নামে একটি ভোজ্য তেল কারখানা সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া বেকারিসহ আরো তিন প্রতিষ্ঠানকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগ ও জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।
হাসানুজ্জামান জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বায়েজিদ কুলগাঁও তালুকদার বাড়ির এসএ ট্রেডার্স নামে ওই কারখানায় অভিযান চালানো হয়। এসময় বিএসটিআইএর অনুমোদন না নিয়ে সয়াবিন, পাম ও সরিষার তেল বোতলজাতকরণ, বিএসটিআই এর অনুমোদনবিহীন মান চিহ্ন ব্যবহার ও নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে তেল বোতলজাত করায় সিলগালা করে কারখানা সাময়িক বন্ধ করে দেয়া হয়।
অভিযানে বায়েজিদ থানার বাংলা বাজার এলাকার রমজান বেকারিকে নোংরা ত্রিপল ব্যবহার করে খাদ্যদ্রব্য সংরক্ষণ, মোড়কে উৎপাদন-মেয়াদ না দেয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করে নোংরা ত্রিপল ধ্বংস করা হয়।
টেঙটাইল মোড় এলাকার নিশাত ফুডকে বেকারি পণ্যের মোড়কে যথাযথ তথ্য প্রদান না করা, অপরিচ্ছন্ন পরিবেশ ও গরুর চামড়া প্রক্রিয়ায় ব্যবহার্য আয়েডিনবিহীন লবণ ব্যবহার করায় ৬০ হাজার টাকা জরিমানা করে ১৫ কেজি আয়েডিনবিহীন লবণ ধ্বংস করা হয়। অঙিজন মোড়ের হাজী ওয়াজেদ অ্যান্ড সন্সকে জ্বালানি তেল (অকটেন) বিক্রয়ে পরিমাপে কারচুপি করায় ৪০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধইউসিবি এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চালু হলো করোনা আরটি পিসিআর ল্যাব