বায়েজিদে প্রবাসীকে মারধর ও চাঁদা আদায়, গ্রেপ্তার ২

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৬ অক্টোবর, ২০২২ at ৫:৫৪ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শহীদ নগর এলাকায় এক প্রবাসীকে মারধর ও চাঁদা আদায়ের মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- শহীদনগর এলাকার ফরহাদ উদ্দিন জিসান ও ইশান। গতকাল ভোর রাতে পশ্চিম শহীদনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বায়েজিদ থানার ওসি ফেরদৌস জাহান আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। থানা সূত্র জানা যায়, মারধর করে চাঁদা আদায় করা হয়েছে এমন অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর মো. হোসেন নামের ওই প্রবাসী একটি মামলা করেন।
মামলায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়। যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন, শহীদ নগরের আব্দুস সবুরের ছেলে মো. ইসহাক, অলি আহাম্মদের ছেলে আবদুর রহিম জেকি, মৃত মো. আমিরের ছেলে আমির হোসেন আমু, মো. ইসমাইলের ছেলে মনিরুজ্জামান সজল, মৃত মুছার ছেলে আবদুর রহিম আকাশ ও বাদশা মিয়ার ছেলে আজিজ উদ্দিন হায়দার।
মামলার এজাহারে বলা হয়, কাতার প্রবাসী মো. হোসেন গত ২২ জুন দেশে ফিরেন। একপর্যায়ে তিনি বাড়ির সংস্কার কাজ শুরু করলে আসামিরা বাধা দেয় এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। উক্ত চাঁদা দিতে অস্বীকার করলে তাকে নানা হুমকি দমকি দেয়া হয় এবং মারধর করা হয়। গত ২৯ সেপ্টেম্বরও আসামিরা প্রবাসীর বাড়িতে যান এবং চাঁদা দাবি করেন। একপর্যায়ে তারা তাকে মারধর করে বাড়ি থেকে দামি জিনিপত্রসহ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এদিকে গ্রেপ্তারে অভিযান পরিচালনাকারী বায়েজিদ থানার উপ-পরিদর্শক মেহের অসীম আজাদীকে বলেন, গ্রেপ্তার ফরহাদ উদ্দিন জিসান ও ইশান এ মামলার অজ্ঞাতনামা আসামি। এজহারে তাদের নাম উল্লেখ নেই। প্রাথমিকভাবে ঘটনায় তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই তাদের দুজনকে গ্রেপ্তার করা হয় এবং আদালতের কাছে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঅপহরণকারী বাবা-মাসহ গ্রেপ্তার ছেলে
পরবর্তী নিবন্ধবাঙ্গালহালীয়ায় অস্ত্র ও গুলিসহ আটক ১