বায়েজিদে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৭:১১ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ থানাধীন আরেফিন নগর এলাকায় ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী মারা গেছেন। গতকাল বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালক মো. শফিকুলকে (৩৫) আটক করেছে পুলিশ। নিহত সাইকেল আরোহী মো. ইকবাল হোসেন (২০) খাগড়াছড়ির পানছড়ি এলাকার আবদুল মজিদের ছেলে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, দ্রুতগামী ট্রাকের ধাক্কায় দুপুরে সড়ক দুর্ঘটনায় বায়েজিদে সাইকেল আরোহী ইকবাল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে ট্রাকচালক শফিকুলকে আটক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধএকতা বন্ধু মাহফিল কমিটির মিলাদুন্নবী (দ.) আজ
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ৯৬ স্বেচ্ছাসেবী সংস্থার পুনর্মিলনী উৎসব