নগরীতে ১২ বছর বয়সী এক কিশোরীকে নিজ বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। কিশোরীর বাবা বাদী হয়ে বায়েজিদ থানায় গতকাল রোববার এ মামলা করেন। অভিযুক্ত যুবক মো. সাইফুলকে শনিবার রাতেই গ্রেপ্তার করে বায়েজিদ থানা পুলিশ। রোববার তাকে আদালতে চালান দেয়া হয়েছে বলে জানিয়েছেন বায়েজিদ থানার ওসি প্রিটন সরকার।
প্রসঙ্গত, ১২ বছর বয়সী এক কিশোরীকে নিজ বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠে প্রতিবেশী যুবক সাইফুল ইসলামের বিরুদ্ধে। গত শুক্রবার সন্ধ্যায় বায়েজিদ থানার ডেবারপাড় কাঠালবাগান সংলগ্ন নীলাচল হাউজিং সোসাইটি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর বাবা থানায় অভিযোগ দিলে শনিবার রাতে সাইফুলকে গ্রেপ্তার করে পুলিশ। আর ভুক্তভোগী কিশোরীকে চমেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করানো হয়। ওসিসির প্রাথমিক রিপোর্টে ধর্ষণের আলামত মিলেছে বলে জানান বায়েজিদ থানার সেকেন্ড অফিসার বিমল কান্তি দেব। প্রাথমিক সত্যতা পাওয়ার পর আসামির বিরুদ্ধে ধর্ষণের মামলা রেকর্ড করা হয়েছে। অবশ্য, চূড়ান্ত রিপোর্ট সোমবার পাওয়া যাবে বলে জানান তিনি।