বায়েজিদে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ

আহত-৩

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৯ সেপ্টেম্বর, ২০২১ at ৪:৩৩ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা নিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে বায়েজিদের দুবাই হোটেলের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. আনোয়ার হোসেন (৫০), মো. ইউছুফ ও মো. খাদেমুল ইসলাম (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দু’পক্ষই সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর আলম আশেক বলেন, বায়েজিদে কেক কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় কয়েকজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। এরমধ্যে একজনকে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান আজাদীকে জানান, এটা কেক কাটা নিয়ে কোন ঘটনা নয়। একপক্ষ রাস্তার এক পাশ দিয়ে যাচ্ছিল। আরেক পক্ষ রাস্তার অপর পাশ দিয়ে যাওয়ার সময় দুই-একটা ঢিল ছুঁড়ে মেরেছিল। শুনেছি এক-দুইজন আহত হয়েছেন। তবে থানায় কোনো অভিযোগ আমরা পায়নি।
বায়েজিদ থানা আওয়ামী মৎসজীবী লীগের এক নেতা জানান, আমরা বায়েজিদ বোস্তামী মাজারের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম। সভা চলাকালে বায়েজিদ হকার্স লীগের সাধারণ সম্পাদক দিদার গ্রুপের অনুসারীরা আমাদের ওপর হামলা চালায়। এ সময় আমাদের তিনজন লোক আহত হয়।
বায়েজিদ থানা ছাত্রলীগের এক নেতা জানান- আমরা জালালাবাদ ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে বায়েজিদ বোস্তামী মাজারের পাশে প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানের কেক কাটার প্রোগ্রাম ছিল। তার পাশেই আওয়ামীলীগের প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম শেষে আমরা যখন (ছাত্রলীগ নেতাকর্মীরা) চলে যাচ্ছিলাম তখন আওয়ামী লীগের মঞ্চের সামনে থেকে কোকের বোতল ছুঁড়ে মারা হয়। আর তাতেই সংঘর্ষ বেঁধে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধএক উন্মত্ত পিতার কাণ্ড
পরবর্তী নিবন্ধকাভার্ডভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু