নগরীর বায়েজিদ বোস্তামি থানা থেকে কক্সবাজার জেলার পেকুয়া থানার বারবাকিয়া এলাকার শীর্ষ সন্ত্রাসী হত্যাসহ ৮ মামলার আসামি জাহাঙ্গীর আলম প্রকাশ বনের রাজা জাহাঙ্গীরকে (৪০) অস্ত্রসহ আটক করেছে র্যাব-৭।
আজ বৃহস্পতিবার (২৭ মে) বিকাল সাড়ে ৩টার দিকে ফকিরাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়। বাংলানিউজ
এ সময় একটি এলজি ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক জাহাঙ্গীর আলম একই এলাকার জাফর আলেমের ছেলে।
র্যা-৭ এর সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করা জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।
তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার বিভিন্ন সন্ত্রাসীদের কাছে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নিজে ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছিলেন।
জাহাঙ্গীরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন, চুরি, ডাকাতি, অবৈধভাবে বন দখল ও বনজ সম্পদ ধ্বংস, অস্ত্র ও হত্যাসহ আটের অধিক মামলা রয়েছে।