বায়েজিদ বোস্তামি মাজারের পুকুর থেকে শিশুর কঙ্কাল উদ্ধার

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২৭ এপ্রিল, ২০২১ at ৯:০৩ অপরাহ্ণ

নগরীর বায়েজিদ বোস্তামি মাজারের পুকুর থেকে এক শিশুর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। তার নাম নুর আলম (৯) বলে জানা গেছে।
আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে এ কঙ্কাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামি জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শাহ আলম। বাংলানিউজ
নুর আলম হবিগঞ্জ জেলার সদর থানা এলাকার নুর নবীর ছেলে। কঙ্কাল উদ্ধারের পর মা হেনা বেগম পুত্রের পরিচয় শনাক্ত করেন।
ঘটনাস্থলে উপস্থিত বায়েজিদ বোস্তামি থানার উপ-পরিদর্শক (এসআই) নূর নবী বলেন, “মাজারের পুকুর থেকে মানুষের একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি ৪/৫ দিন ধরে মরদেহটি পুকুরে পড়ে ছিল। তার বয়স আনুমানিক ১২ থেকে ১৪ বছর হতে পারে। মরদেহের শরীরে মাংসপেশী কাছিম খেয়ে ফেলেছে। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধহালদা নদীতে অভিযানে ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস
পরবর্তী নিবন্ধকী আছে মুনিয়ার ৬ ডায়েরিতে?