বায়তুশ শরফে বাংলাদেশের বিদ্যমান আইন ইসলামীকরণ শীর্ষক সেমিনার

| মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৩ পূর্বাহ্ণ

বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান মিলনায়তনে ‘বাংলাদেশের বিদ্যমান আইন ইসলামীকরণ : সমস্যা ও উপায়’ শীর্ষক পার্টিসিপেটরি সেমিনার গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী। প্রধান অতিথি ছিলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টারের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ শামছুল আলম। গেস্ট অব অনার ছিলেন, আইআইইউসির সাবেক উপাচার্য প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ। মডারেটরের দায়িত্বে ছিলেন চবি আরবী বিভাগের প্রফেসর ড. আ ক ম আবদুল কাদের। কিনোট স্পিকারের প্রবন্ধ উপস্থাপন করেন চবি প্রফেসর ড. আহমদ আলী।

বক্তারা বলেন, বাংলাদেশে প্রচলিত ইংরেজ আমলের আইনের ইসলামীকরণ পর্যায়ক্রমে সম্ভব। যেমন ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এক সময় অপরিচিত হলেও এখন জনপ্রিয়তার শীর্ষে। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, চবি অধ্যাপক প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার, অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ সেন্টার অ্যান্ড লিগ্যাল সেন্টারের জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের সেক্রেটারি জেনারেল হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। আলোচনায় অংশ নেনপ্রফেসর ড. মুহাম্মদ এনামুল হক, প্রফেসর ড. মেহাম্মদ নাছির উদ্দীন মিঝি, প্রফেসর ড. মুহাম্মদ মমতাজ উদ্দীন কাদেরী, প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রফেসর ড. মুহাম্মদ নাজমুল হক নদভী, প্রফেসর ড. বি এম মফিজুর রহমান আজহারী, . মুহাম্মদ ঈসা শাহেদী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মহসীন ভূঁইয়া, অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মুহাম্মদ সলীমুল্লাহ, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ফারুক হোসাইন, মুহাদ্দিস মাওলানা নোমান আযহারি, মুহাদ্দিস মাওলানা আফীফ ফুরকান মাদানী, মুহাদ্দিস মাওলানা এনামুল হক সিরাজ মাদানী, দারুল উলুম মুঈনুল ইসলাম, মাওলানা শুয়াইব মক্কী মুহাদ্দিস, মাওলানা আনোয়ার শাহ আযহারি। সেমিনারে কো অর্ডিনেটর ছিলেন মো. শহীদুল ইসলাম, . মুহাম্মদ ওয়ালী উল্লাহ মঈন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলেখালেখির জন্য প্রয়োজন দীর্ঘ সাধনা ও অধ্যবসায়
পরবর্তী নিবন্ধজামালখান ওয়ার্ডে চসিকের গণশুনানি