আগামী ৯ ও ১০ ফেব্রুয়ারি লোহাগাড়া উপজেলার কুমিরাঘোনা আখতরাবাদে অনুষ্ঠিতব্য বার্ষিক ইছালে সওয়াব মাহফিলকে সফল ও স্বার্থক করে তোলার লক্ষ্যে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ, মজলিসুল ওলামা বাংলাদেশ, আনজুমনে নওজোয়ানের যৌথ উদ্যোগে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গত জুমাবার বাদ মাগরিব মহানগরীর ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান মিলনায়তনে বায়তুশ শরফের রাহবার আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীর (মা.জি.আ) সভাপতিত্বে ও অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ এবং হাফেজ মোহাম্মদ মুফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের সহ–সভাপতি আবুল বশর আবু, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন শেঠ, মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশিদ নুরী, নুরুল কবির, মোরশেদ হোসাইন আজাদ, অধ্যাপক জামাল উদ্দীন, কাট্টলি জাকেরুল উলুম ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আবু হানিফা মুহাম্মদ নোমান, মাওলানা ছালাহ উদ্দিন মুহাম্মদ বেলাল, অধ্যাপক ড. মুহাম্মদ ওয়ালি উল্লাহ মুঈন, মাওলানা আবু ওসমান, হাফেজ মাওলানা এস.এম ফোরকান আহমদ, হাফেজ মাওলানা আবুল কালাম, হাফেজ মাওলানা মুহিব্বুর রহমান, হাফেজ মাওলানা শাহ আলম, ছৈয়দ মোহাম্মদ মুছা প্রমুখ।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ) বলেন, কুমিরাঘোনা আখতরাবাদের ইছালে সওয়াব মাহফিল দেশের অন্যতম বিশাল মাহফিল। এই মাহফিল লাখো লাখো মুমিন মুসলমানের রূহানী খোরাকে পরিণত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












