বাড়িতে ঢুকে লুটপাটে বাধা পেয়ে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

চকরিয়ার ঘটনা

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ২৮ জুলাই, ২০২৫ at ৪:৩৮ পূর্বাহ্ণ

চকরিয়ায় বাড়িতে ঢুকে মূল্যবান মালামাল লুট করার সময় বাধা দেওয়ায় বৃদ্ধ এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে ওই বৃদ্ধ একাই ছিলেন বলে পরিবারের বরাত দিয়ে নিশ্চিত করেছে পুলিশ। এই ঘটনার পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাড়ির কর্তা ওই বৃদ্ধের লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডস্থ সংরক্ষিত বনাঞ্চল এলাকা ছাইরাখালীর বসতবাড়ি থেকে ওই বৃদ্ধের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। কুপিয়ে হত্যার শিকার বৃদ্ধের নাম মো. আবদুর রহিম (৬০)। তিঁনি মৃত লাল মিয়ার পুত্র। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা পুলিশের চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস, চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলামসহ একদল পুলিশ। স্থানীয়রা জানানপ্রায় এক যুগের বেশি সময় আগে বৃদ্ধ আবদুর রহিম মহেশখালীর মাতারবাড়ি থেকে এসে বসতি স্থাপন করেন চকরিয়ার ফাঁসিয়াখালীর সংরক্ষিত বনাঞ্চল এলাকা ছাইরাখালীতে। তিনি দীর্ঘদিন প্রবাসজীবন কাটিয়ে দেশে ফেরেন। এতবছর ধরে কোন সমস্যার সম্মুখীন না হলেও স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্য পুরোনো ভিটেবাড়ি থাকা মহেশখালীর মাতারবাড়িতে যান। এতে চকরিয়ার ফাঁসিয়াখালীর ছাইরাখালীর বাড়িতে অন্য কেউ ছিলেন না। এই সুযোগে গতকাল রবিবার সন্ধ্যার পর পরই ওই বাড়িতে হানা দেয় একদল সশস্ত্র দুর্বৃত্ত।

ঘটনার বিষয়ে জানতে চাইলে কক্সবাজার জেলা পুলিশের চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস দৈনিক আজাদীকে বলেন, পরিবারের ভাষ্যমতে ওই বাড়ি থেকে মূল্যবান মালামাল খোয়া গেছে মর্মে দাবি করা হচ্ছে। এ সময় বাধা দেওয়া নিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে নাকি অন্য কোন রহস্য এর পেছনে রয়েছে তা তা খতিয়ে দেখা হবে।

পূর্ববর্তী নিবন্ধড. ইউনূসের বিরুদ্ধে মানহানি মামলার কার্যক্রম বাতিলের রায় বহাল
পরবর্তী নিবন্ধবান্দরবানে রোয়াংছড়িতে যুবককে হত্যা, গ্রেপ্তার ২