সীতাকুণ্ডে এক বন খেকোকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে এসিল্যান্ড অফিসে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল আলম এই জরিমানা করেন। এছাড়া বন থেকে উদ্ধার হওয়া অর্ধশত সেগুন গাছের অংশ বন বিভাগের কর্মকর্তাদের মাঝে হস্তান্তর করা হয়েছে। ওই গাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি করার আদেশ দেওয়া হয়েছে।
অবৈধভাবে সরকারি গাছ কাটার অপরাধে আটক ব্যক্তির নাম মো. সেকান্দর। তিনি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত ছালে আহম্মেদের পুত্র।
উপজেলার বাড়বকুণ্ড অনন্তপুর পাহাড়ি এলাকা থেকে সরকারি খাস জায়গায় বন বিভাগের রোপনকৃত বড় বড় সেগুন গাছ কেটে তা বিক্রি করে কয়েকজন বন খেকো।
শুক্রবার সকালে সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম গাছ কাটার বিষয়টি জানতে পেরে ওই দিন দুপুরে অভিযানে নামে। ঘটনাস্থলে গিয়ে গাছের অংশ বহনকারী একটি ট্রাক সহ প্রায় অর্ধশত গাছ জব্দ করেন। গতকাল ওই গাছগুলো দাবি করে ছাড়িয়ে নিতে আসলে সেকান্দর নামে এক ব্যক্তি। তাকে আটক করে এক লাখ টাকা জরিমানা করা হয়।