বাড়ছে ভ্যাট বাড়বে ট্রেন ভ্রমণে ব্যয়

| শুক্রবার , ১০ জুন, ২০২২ at ৬:২৩ পূর্বাহ্ণ

নতুন অর্থবছরের বাজেটে ট্রেনের প্রথম শ্রেণির টিকেটেও ভ্যাট (মূসক) আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল সংসদে বাজেট বক্তৃতায় তিনি বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকুল সার্ভিসের পাশাপাশি প্রথম শ্রেণির রেলওয়ে সেবার ওপর ১৫ শতাংশ মূসক আরোপের প্রস্তাব করছি। খবর বিডিনিউজের।

সব মিলিয়ে ১১ ধরনের টিকেট রয়েছে বাংলাদেশ রেলওয়ের, যার মধ্যে এতদিন স্নিগ্ধা, এসি সিট ও এসি বার্থে চড়তে ১৫ শতাংশ ভ্যাট গুণতে হতো যাত্রীদের। নতুন বাজেট প্রস্তাব পাস হলে ওই তিন ধরনের পাশাপাশি প্রথম শ্রেণির টিকেটের জন্য একই পরিমাণের অতিরিক্ত অর্থ গুণতে হবে।

পূর্ববর্তী নিবন্ধবাস থেকে পড়ে টেক্সি চাপায় প্রাণ গেল স্কুল ছাত্রের
পরবর্তী নিবন্ধতর্কাতর্কি থেকে ছুরিকাঘাত যুবক খুন, আহত ১