নগরীর চান্দগাঁও থানাধীন বাড়ইপাড়া মোবারক শাহ মাজারের বিপরীতে হাজী নুর নবী সওদাগরের বিল্ডিংয়ে দেশিয় চোলাই মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে দুই বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় এ অভিযানে ৫ লিটার চোলাই মদ, মদ তৈরির সরঞ্জাম, ১৪৪ কেজি আতপ চাল ও ১৫টি খালি স্যালাইনের প্যাকেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার দু’জন হলেন- পটিয়ার চারকাইন এলাকার আব্দুর রহিমের স্ত্রী লাকি আকতার (৩০) ও নোয়াখালীর দক্ষিণ হাতিয়া কেরিংচর এলাকার মৃত বাহার উদ্দিনের স্ত্রী মনোয়ারা খাতুন (৬০)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান বলেন, বাসা ভাড়া নিয়ে দেশিয় চোলাই মদ তৈরির কারখানা গড়ে তুলেছিল তারা। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অভিযান চালিয়ে দুই বোনকে গ্রেপ্তার করা হয়। এসময় মদ তৈরির সরঞ্জাম ও স্যালাইনের প্যাকেট ভর্তি পাঁচ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তৈরি করা মদ বিভিন্ন খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে বিক্রি করতেন তারা।