বাহির সিগন্যাল এলাকায় রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হোক

| শুক্রবার , ১ অক্টোবর, ২০২১ at ৫:৫২ পূর্বাহ্ণ

আরাকান সড়কের বাহির সিগন্যাল রাস্তাটি কি ট্রাক স্ট্যান্ড হিসেবে ইজারা দেয়া হয়েছে? আরাকান সড়কের বাহির সিগন্যাল রাস্তাটি সম্প্রতি সংস্কার করে গাড়ি ও জনসাধারণের জন্য উপযুক্ত করা হয়েছে। কিন্তু বর্তমানে বাহির সিগন্যাল থেকে সিএন্ডবি মোড় পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটি দখল করে রেখেছে বালু ও বালুর ট্রাক। সিটি কর্পোরেশনের রাস্তা ও ফুটপাত এভাবে বালু ও ট্রাক দিয়ে দখল করে রাখায় জনসাধারণ ও ছাত্র-ছাত্রী এবং অফিসগামী জনগণ রাস্তায় চলাচল করতে পারছে না। নিত্যদিন যানজটের কবলে পড়ে মানুষের ঘণ্টার পর ঘণ্টা কর্মঘণ্টা নষ্ট হচ্ছে ও অনেকে অফিসে ঠিকমত না পৌঁছার কারণে চাকরিচ্যুত হচ্ছে। এ অরাজকতা দেখার কি কেউ নেই। বাহির সিগন্যাল রাস্তাটি কি সিটি কর্পোরেশন পেইড পার্কিং হিসেবে ট্রাক মালিককে ভাড়া দিয়ে দিয়েছে নাকি ট্রাক মালিকরা জোর করে দখল করে রেখেছে তা জনগণ জানতে চায়। ঐখানে যে খালটি বর্তমানে রয়েছে তাও ক্রমশঃ বালু ব্যবসায়ী ও প্রভাবশালী মহল দখল করে নিচ্ছে। প্রশাসন ও সিটি কর্পোরেশন কেউ বাধা দিচ্ছে না। প্রথমে টিন দিয়ে ঘেরা দিয়ে ও বালু ফেলে খাল ক্রমান্বয়ে ছোট থেকে ছোট করে পানি চলাচলেও প্রতিবন্ধতা সৃষ্টি করছে দখলবাজরা। সিটি কর্পোরেশন ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি বাহির সিগন্যাল রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের চলাচল সুগম করার জন্য।
আজগর আলী, বাহির সিগন্যাল, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধসাফিল মিয়া বীরোত্তম
পরবর্তী নিবন্ধপরিবার ও কর্মস্থলে আনন্দ