বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের রত্নপুর গ্রামে আল্লামা নুর মোহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে অনুষ্ঠিত এই ক্যাম্পে প্রায় ২ শতাধিক হতদরিদ্র ও অসহায় রোগী চিকিৎসা সেবা নিয়েছেন।
এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ওসমান গণি, মাওলানা ফেরদৌস হালিম, মাওলানা ত্বকি, ফাউন্ডেশনের সহকারী সচিব মাওলানা আবুল ফয়েজ, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা আমির হোসাইন, হাফেজ আবদুর রশিদ, মুহাম্মদ হেলাল উদ্দীন, বেলাল উদ্দীন, গ্রাম পুলিশের সদস্য মো. লোকমান, জয়নাল আবেদীন সওদাগর প্রমুখ উপস্থিত ছিলেন। চিকিৎসা প্রদানে সার্বিক সহযোগিতা করে বাঁশখালী এ্যাপোলো হাসপাতাল। প্রেস বিজ্ঞপ্তি।