বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের রত্নপুর এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের মাঝে চাল বিতরণ করেন ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম। গত শনিবার রাতে সংঘটিত অগ্নিকান্ডে ইউনুছ, জালাল, সোহেল,ইদ্রিস, জামাল, হেলাল, ও প্রবাসী দেলোয়ারের বাড়ির সব মালামাল পুঁড়ে ছাই হয়ে যায়।
প্রায় ৬০ লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদেরা জানান। ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রত্নপুর চান পন্ডিত এলাকায় শনিবার রাতে হঠাৎ করে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে মালামাল সহ প্রবাসী দেলোয়ারের পাসপোর্ট ও পুড়ে যায় বলে জানা যায়। রাতে খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় জিনিস ও খাবার নিয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের শান্ত্বনা দিয়েছিল বলে জানান স্থানীয়রা।