বাহারছড়ার ইউপি নির্বাচনে রেজাউল বিজয়ী

জাল ভোট দিতে গিয়ে একজনের জেল

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ১০ মার্চ, ২০২৪ at ৮:১২ পূর্বাহ্ণ

বাঁশখালীর বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ সমর্থিত রেজাউল করিম চৌধুরী অটোরিকশা প্রতীকে ৩ হাজার ৬০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার আজিম টেলিফোন প্রতীকে পান ৩ হাজার ৫৩২ ভোট। নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ৭ জন।

বাকি প্রার্থীদের মধ্যে মোহাম্মদ জসীম উদ্দিন আনারস প্রতীকে পান ৩ হাজার ১৩৮ ভোট, সাদুর রশিদ চৌধুরী চশমা প্রতীকে পান ২ হাজার ৪৫৯ ভোট, এম. বখতেয়ার উদ্দিন চৌধুরী টেবিল ফ্যান প্রতীকে পান ১ হাজার ৮৬৯ ভোট, মামুনুর রশীদ চৌধুরী মোটর সাইকেল প্রতীকে পান ১ হাজার ১৯৭ ভোট এবং মো. নাছির উদ্দিন খাঁন ঢোল প্রতীকে পান ৬০৬ ভোট।

এদিকে বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মো. তৌহিদ (২০) নামের এক যুবককে জাল ভোট দেয়ার অভিযোগে জেল জরিমানা করা হয়েছে। নির্বাচনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট আরফাত ছিদ্দিকীর ভ্রাম্যমাণ আদালত তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭০()() ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।

বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন মোল্লা বলেন, সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, বাহারছড়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর মৃত্যুবরণ করলে উপনির্বাচন আয়োজনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

পূর্ববর্তী নিবন্ধনানুপুরে নতুন চেয়ারম্যান রোশন, খিরামে সৌরভ
পরবর্তী নিবন্ধসম্মিলিত পরিষদের পূর্ণ প্যানেলে জয়