বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

ডেভিল হান্ট

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৫৩ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত মঙ্গলবার থেকে ও গতকাল বুধবার পর্যন্ত অপারেশন ডেভিল হান্টের অভিযানে ইউপি চেয়ারম্যান ও নাশকতা মামলার ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাঁশখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বাহারছড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী প্রকাশ ইউনুছ মুন্সি (৪৮), কালীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার মধ্যম গুনাগরির মৃত হোসেনুজ্জামানের পুত্র মো. হেলাল (৩২), পুঁইছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পুইছড়ি মিয়ার বাড়ী মৃত নুরুল আলম চৌধুরীর পুত্র ফরহাদুল আলম (৩৩)

পুলিশ অভিযান পরিচালনা করে বাঁশখালী পৌরসভা এলাকা হতে রেজাউল করিম চৌধুরী প্রকাশ ইউনুছ মুন্সিকে সহ আরও দুইজনকে গ্রেফতার করা হয়।

এদের বিরুদ্ধে বাঁশখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগ রয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, অপারেশন ডেবিল হান্টের বিশেষ অভিযানে আমাদের পুলিশের চৌকস টিম অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করেছে।

গতকাল বুধবার গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নাশকতা মামলার আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

পূর্ববর্তী নিবন্ধহালদায় ফের মৃত ডলফিন
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ধর্ষণ মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার