বাহরাইন ম্যাচ নিয়ে তিন গোলকিপারের বাড়তি প্রস্তুতি

উইমেন’স এশিয়ান কাপ বাছাই

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৮ জুন, ২০২৫ at ১:০৭ অপরাহ্ণ

বাহরাইনের বিপক্ষে ম্যাচ কড়া নাড়ছে দুয়ারে। রোববার দলটির শক্তিশালী আক্রমণভাগের বিপক্ষে কঠিন পরীক্ষায় মুখোমুখি হতে হবে রুপনা চাকমাকে। আঁটঘাট বেঁধে প্রস্তুতি নিচ্ছেন দুইবারের উইমেন’স সাফ জয়ী গোলকিপার। দলের বাকি দুই গোলকিপার স্বর্ণা রানী মন্ডল ও মিলি আক্তারও প্রয়োজন পড়লেই সাড়া দিতে প্রস্তুত। উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে রোববার বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে বাংলাদেশ। এ উপলক্ষে ইয়াংগুনে শুক্রবার অনুশীলন সেরেছেন পিটার জেমস বাটলার। বাড়তি অনুশীলন করেছেন তিন গোলকিপারও। বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে বাহরাইন ৯২তম, বাংলাদেশ ১২৮তম।

স্বাভাবিকভাবে রেঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের আক্রমণভাগ নিয়ে সতর্ক দল। তবে নিজের সামর্থ্যে আস্থার একবিন্দু কমতি নেই রুপনার। ‘আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। আমরা যেন চ্যাম্পিয়ন হতে পারি। গোলকিপার হিসেবে আমার দায়িত্ব গোল সেভ করা, দলকে উদ্বুদ্ধ করা, সেটা করতে চাই।’ রুপনা পোস্টে প্রথম পছন্দের হওয়ায় মিলি আছেন সুযোগ পাওয়ার অপেক্ষায়। আরেক গোলকিপার স্বর্ণা প্রথম ম্যাচে ভালো কিছু করতে দারুণ আত্মবিশ্বাসী।

‘আজকে আমরা তৃতীয় ট্রেনিং সেশন করলাম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। খেলোয়াড়দের সবার কন্ডিশন ভালো। কোচ আমাদের যেভাবে নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী কাজ করেছি। আমাদের প্রথম ম্যাচ বাহরাইনের বিপক্ষে, ইনশাআল্লাহ, আমরা ভালো কিছু করব। আমাদের জন্য দোয়া করবেন।’ তিন গোলকিপারের প্রস্তুতি নিয়ে খুশি গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। রুপনা সাফে গত দুই আসরে সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন। উজ্জ্বলের দৃষ্টি শিষ্যদের এশিয়ার মানে উন্নত করা। ‘এখানকার আবহাওয়ার সাথে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। খেলার জন্য আমাদের যে সকল টেকনিক, ট্যাকটিকস দরকার, সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি। নিজেদের দুর্বলতা নিয়ে কাজ করছি। বিশেষ করে আমার গোলকিপারদের নিয়ে..এশিয়ান পর্যায়ে যে ধাঁচের পারফরম্যান্স দরকার, চেষ্টা করছি, রুপনা ও বাকিদের সেভাবে তৈরি করার।’

পূর্ববর্তী নিবন্ধবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ালেন উমামা
পরবর্তী নিবন্ধমাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে চ্যাম্পিয়ন চট্টগ্রাম রয়্যালস