মাত্র তিন দল নিয়ে এবারে আয়োজিত হলো সিজেকেএস বাস্কেটবল লিগের মহিলা বিভাগের খেলা। আর লিগের প্রথম দিনেই শেষ হয়ে গেছে মহিলা বিভাগের খেলা। তাতে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে ওপিএ। সিজেকেএস বাস্কেটবল কমিটির ব্যবস্থাপনায় এবং এশিয়ান গ্রুপের আর্থিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত মহিলা বাস্কেটবল লিগের ২টি ম্যাচেই জয় তুলে নিয়েই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ওপিএ। সম সংখ্যক ম্যাচে ১টি জয় তুলে নিয়ে লীগ রানারআপ হয়েছে এম এইচ স্পোর্টিং ক্লাব। লিগের অলিখিত ফাইনালের শেষ খেলায় মুখোমুখি হয় ওপিএ এবং এম এইচ স্পোর্টিং ক্লাব। উক্ত খেলায় ওপিএ ৬৩ পয়েণ্ট স্কোর করে সরাসরি লীগভিত্তিক খেলায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। লিগের তৃতীয় ও শেষ ম্যাচে ওপিএ’র কাছে ধরাশায়ী হলেও এম এইচ স্পোটিং ক্লাব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বিতীয় ম্যাচে পাইরেটস অব চিটাগাং এর বিপক্ষে জয় তুলে নিয়ে লীগ রানারআপ হয়। সকালে অনুষ্ঠিত প্রথম খেলায় ওপিএ ৩০ পয়েণ্ট স্কোর করে পাইরেটস অব চিটাগাং এর বিপক্ষে জয় তুলে নেয়। এই ম্যাচে পাইরেটস অব চিটাগাং ৭ পয়েণ্ট স্কোর করে। দ্বিতীয় খেলায় এম এইচ স্পোর্টিং ক্লাব ১৭ পয়েণ্ট স্কোর করে পাইরেটস অব চিটাগাং এর বিপক্ষে জয় তুলে নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় পাইরেটস অব চিটাগাং ১৫ পয়েণ্ট স্কোর করে। অলিখিত ফাইনালের শেষ ম্যাচে ওপিএ’র হীরামতি ২৪ পয়েণ্ট স্কোর করে দলের জয়ে বড় ভূমিকা পালন করেন। এদিকে লিগের পুরুষ বিভাগের খেলাও শুরু হয়েছে গতকাল দিনের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে ওপিএ। তারা ৪৯-৩০ পয়েন্টে হালিশহর লাকি ক্লাবকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ ৬২-১৩ পয়েন্টে কল্লোল সংঘকে পরাজিত করে। আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে লিগের উদ্বোধন করা হবে। প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করবেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন।