বাসের ধাক্কায় নারী পুলিশ সদস্য গুরুতর আহত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ জুন, ২০২১ at ৭:৫৮ পূর্বাহ্ণ

বিআরটিসি বাসের ধাক্কায় এক নারী পুলিশ সদস্য গুরুতরভাবে আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ এবং স্থানীয় সূত্র জানিয়েছে, হালিশহর পুলিশ লাইনে কর্মরত জেলা পুলিশের নারী কনস্টেবল শর্মিলা ইয়াসমিন গতকাল সকাল ৯টায় হিলভিউ আবাসিক এলাকার বাসা থেকে স্বামী মেহেদি হাসানের মোটর সাইকেলে চড়ে হালিশহর যাচ্ছিলেন। পথিমধ্যে ষোলশহর দুই নম্বর গেট এলাকায় বিআরটিসির একটি বাস মোটর সাইকেলকে ধাক্কা দিলে ছিটকে পড়েন শর্মিলা। এতে তিনি গুরুতরভাবে আহত হন। তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। গতকাল তাকে ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম পায়ে বড় ধরনের সমস্যা হয়েছে বলেও পারিবারিক সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযুবদলের খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধপাহাড়তলীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন