ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে দ্রুতগামী একটি বাস ধাক্কা দেয় মোটরসাইকেলকে। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে পথচারী এক বৃদ্ধের ওপর। এ সময় ঘটনাস্থলেই নিহত হন ওই বৃদ্ধ পথচারী। আহত হন মোটরসাইকেলের চালক। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে হাদি ফকিরহাট বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম আবুল কাশেম। তিনি মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের উত্তর গাছবাড়িয়া এলাকার মৃত এবাদুর রহমানের ছেলে। আহত মোটরসাইকেল আরোহীর নাম–পরিচয় জানা যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী নিজামপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রামু শর্মা বলেন, হাদি ফকিরহাট বাজারে আবুল কাশেমের কিছু ভাড়া দোকান রয়েছে। সেগুলোর তদারকি করতে প্রায় সময় তিনি বাজারে যেতেন। শুক্রবার সকালেও দোকান তদারকি শেষে বাজার থেকে প্রয়োজনীয় নিত্যপণ্য কিনে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এ সময় বাসের ধাক্কায় একটি মোটরসাইকেল তার গায়ের ওপর ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন বলেন, দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি আমার জানা নেই। তবুও খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।