যাত্রীবাহী বাসের ধাক্কায় রোস্তম আলী (৩৭) নামে লোহাগাড়ার এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে চকরিয়া উপজেলার চকরিয়া কলেজ গেট সংলগ্ন মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রোস্তম আলী উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের মালী পাড়ার নুরুল হকের পুত্র ও ২ সন্তানের জনক। নিহতের মামা সালাহ উদ্দিন জানান, রোস্তম আলী একজন সবজি ব্যবসায়ী। বিভিন্নস্থান থেকে সবজি পাইকারীতে কিনে বিভিন্ন হাট–বাজারে খুচরা বিক্রি করেন। রোববার সকালে পাইকারী সবজি কেনার জন্য চকরিয়া যান ভাগিনা রোস্তম আলী। সবজি কেনা শেষে লোহাগাড়ায় আসার জন্য ঘটনাস্থলে মহাসড়কের পাশে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষায় ছিলেন। এই সময় চট্টগ্রামমুখি দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলে প্রাণ হারায়। দুর্ঘটনার পর বাসটি স্থানীয়রা আটক করে রাখে। পরে খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসেন।
পদুয়া ইউনিয়ন পরিষদের ৪ নাম্বার ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, নিহত রোস্তমের মরদেহ সামাজিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।