বাসে কোন রুটে ভাড়া কত দেখা যাবে অ্যাপসে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৬ নভেম্বর, ২০২১ at ৬:৫৪ পূর্বাহ্ণ

গণপরিবহনে যাত্রীদের অটোমেটিক ভাড়া সম্পর্কে পরামর্শ দেবে ‘হ্যালো সিএমপি’ অ্যাপস। অ্যাপসটিতে যুক্ত করা হয়েছে ‘বাসের ন্যায্য ভাড়া’ শিরোনামে নতুন একটি অপশন। সেখানে নগরীর সকল রুটের ভাড়ার তালিকা সংযোজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে দামপাড়া পুলিশ লাইনস্থ মিডিয়া সেন্টারে গাড়ি ভাড়া সম্পর্কিত ডিজিটাল অ্যাপসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ্‌ মোহাম্মদ তানভীর। সামপ্রতিক সময়ে বাস ভাড়াসহ নানা কারণে যাত্রী হয়রানির সমস্যা নিরসনে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সিএমপি কমিশনার জানিয়েছেন।
সিএমপি কমিশনার বলেন, ডিজেলের দাম বৃদ্ধির পর ভাড়া নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় যাত্রী এবং চালক-হেলপারদের মধ্যে বিতর্ক হচ্ছে। এজন্য আমরা ডিজেলচালিত গাড়িতে লাল এবং গ্যাসচালিত গাড়িতে সবুজ স্টিকার লাগিয়েছি। এর পাশাপাশি সিএমপির নিজস্ব ‘হ্যালো সিএমপি’ অ্যাপসে চলাচলের সময় নগরীর জনসাধারণ সহজেই তার নির্ধারিত গন্তব্যের ভাড়া সম্পর্কে নিশ্চিতকরণে যুক্ত করেছি ‘বাসের ন্যায্য ভাড়া’ শিরোনামে নতুন একটি অপশন। এই সেবা পেতে প্লে স্টোরে ইংরেজিতে ‘হ্যালো সিএমপি’ লিখে সার্চ করলে সহজেই পাওয়া যাবে ‘হ্যালো সিএমপি’ অ্যাপসটি। অ্যাপসটি ইন্সটল শেষে প্রবেশ করলে হোম পেইজের ‘সিএমপি ট্রাফিক’ অংশে রয়েছে ‘গাড়ি ভাড়া’ নামক আইকন। সেখানে ক্লিক করে ভেতরে প্রবেশ করলেই পরবর্তী পেইজে ‘হতে’ এবং ‘পর্যন্ত’ নামক দুইটি খালি ঘর পাওয়া যাবে। সেখানে ‘হতে’ অংশে আপনার যাত্রা শুরুর স্থান ও ‘পর্যন্ত’ অংশে গন্তব্যস্থলের নাম শনাক্ত করে ‘ভাড়া দেখুন’ নামক বাটনে ক্লিক করলেই সংশ্লিষ্ট রুটের ভাড়া দেখা যাবে। ওই তালিকায় থাকবে বাস ও মিনিবাস এবং গ্যাসচালিত ও ডিজেলচালিত ক্যাটাগরির ভাড়া। পাশাপাশি বাসের ড্রাইভার কিংবা হেলপার কর্তৃক ভাড়া আদায় সংক্রান্ত কোনো ধরনের হয়রানির শিকার হলে নিকটস্থ ট্রাফিক পুলিশকে অবহিত করতে যাত্রী সাধারণকে অনুরোধ করছি। কিংবা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা সিএমপির কন্ট্রোল নম্বর ৩০৩৫২/৬৩৯০২২/ ৬৩০৩৭৫ এ অভিযোগ জানালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. শামসুল আলম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধকেমন হবে উইকেট
পরবর্তী নিবন্ধকারাগারে কয়েদীকে নির্যাতনের অভিযোগ, আদালতে মামলা