নগরীর হাজীপাড়া, চৌমুহনী, আগ্রাবাদ বাদামতলী ও বাণিজ্যিক এলাকায় অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এসব অভিযান পরিচালনা করেন। বাসি খাবার, আয়োডিন ছাড়া লবণ রাখা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তর সূত্রে জানা গেছে, বাসি খাবার রাখা ও আয়োডিন ছাড়া লবণ ব্যবহারের দায়ে নগরীর বাদামতলী মোড়ের ক্যাফে মোহাম্মদীয়া কাবাব অ্যান্ড বিরিয়ানি হাউসকে ২৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় হাজীপাড়ার এসবি ফার্মেসিকে ৫ হাজার টাকা, ছাপানো নিউজপ্রিন্ট ব্যবহার করে খাদ্যোপকরণ (অন্থন সিট) সংরক্ষণ করায় আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার লেমনগ্রাসকে ৩৫ হাজার টাকা এবং নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ, থালা-বাসন ধোয়ার কাজে জমানো পানি ব্যবহার, মূল্যতালিকা প্রদর্শন না করা ও কিচেনে খোলা ডাস্টবিন রাখায় অতিথি হোটেলকে ২০ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়।