নগরীর আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনির একটি বাসা থেকে রীমা আক্তার (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার তাজুল ইসলামের স্ত্রী।
পুলিশ জানায়, তাজুল একটি চায়ের দোকানের কর্মচারী। তার বাড়ি নোয়াখালী জেলায়। অন্যদিকে রীমার বাড়ি ভোলা জেলায়। গত ১ মার্চ বিশ্ব কলোনির জি-ব্লকে জনৈক মোবারক হোসেনের টিন শেড ঘর ভাড়া নেন তারা।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে রীমা ও তাজুলের ঝগড়া শোনেন প্রতিবেশীরা। এরপর তাজুল ঘর থেকে বেরিয়ে যান। পরে রাত সাড়ে ১২টার দিকে প্রতিবেশী এক নারী দেখেন, বাসার দরজা খোলা। ভেতরে খাটের ওপর রীমা পড়ে রয়েছেন। তার নাক দিয়ে ফেনা বেরিয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তবে তাজুলকে পাওয়া যায়নি।
ওসি জহির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রীমাকে শ্বাসরোধে খুন করা হয়েছে। তিনি বলেন, যেহেতু স্বামী পলাতক, তিনিই রীমাকে খুন করেছেন বলে আমাদের ধারণা। রীমার শরীরের বিভিন্ন স্থানে এবং গলায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। আমরা রীমার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলেছেন, রীমা চট্টগ্রাম শহরে এসে একজনকে বিয়ে করেছে বলে তারা জানেন। কিন্তু কাকে বিয়ে করেছেন সেটা জানতেন না।
পুলিশ জানায়, রীমা-তাজুলের ওই বাসায় তল্লাশি করে কোথাও তাদের বিয়ে সংক্রান্ত কাগজপত্র পাওয়া যায়নি। এছাড়াও বিভিন্ন সূত্রে তাজুলের আরো এক স্ত্রী রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। রীমার মরদেহ ময়নাতদন্তের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিবার এলে মরদেহ হস্তান্তর করা হবে।