বাসস’র নতুন পরিচালনা বোর্ড গঠন

সাবেক তথ্য কমিশনার মরতুজা আহমদ চেয়ারম্যান

| শুক্রবার , ২৪ নভেম্বর, ২০২৩ at ১০:৪০ পূর্বাহ্ণ

সাবেক তথ্য কমিশনার মরতুজা আহমদকে চেয়ারম্যান করে জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৮ সালের বাংলাদেশ সংবাদ সংস্থা আইন অনুসারে আগামী তিন বছর এই সংস্থার কর্ম পরিচালনার দায়িত্ব পালনের জন্য গণমাধ্যম ও সরকারি প্রতিনিধিদের সমন্বয়ে সাবেক তথ্য কমিশনার মরতুজা আহমদের নেতৃত্বে ১৩ সদস্যের পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। মরতুজা আহমদ একজন সাবেক সচিব।

বাসস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ তার পদাধিকারবলে বাসস পরিচালনা বোর্ডের ডিফ্যাক্টো সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালস করবেন। বাসস বোর্ডে প্রতিনিধিত্ব করবেনদৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, দ্য পিপলস লাইফ সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক এবং ৭১ মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক।

বোর্ডে সরকারি কর্মকর্তাদের মধ্যে রয়েছেনযুগ্ম সচিব (প্রেস) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার (পিআইও)। বোর্ডে বার্তা সংস্থা সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিনিধিত্ব করবেনবাসসের বিশেষ প্রতিনিধি মাহফুজা জেসমিন।

পূর্ববর্তী নিবন্ধশেষ মুহূর্তে বিএনপির নির্বাচনে যাবার সম্ভাবনা কতটা ?
পরবর্তী নিবন্ধসাবেক বিএনপি নেতারা আমাদের নেতাদের বাড়ি বাড়ি যাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী