বাসর ঘরে নয়, বর গেলেন জেলে

উখিয়া প্রতিনিধি | রবিবার , ৬ আগস্ট, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

চুপিসারে বাল্য বিয়ে করতে গিয়ে বাসর ঘরের পরিবর্তে নতুন বরকে যেতে হয়েছে জেলে। বাল্য বিয়ে আয়োজনের দায়ে বর ও কনের পরিবারকে নগদ জরিমানাও দিতে হয়েছে ভ্রাম্যমাণ আদালতের নিকট।

গত শুক্রবার রাতে কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের গয়ালমারা নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উখিয়া সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদ বরকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন। বরের চাচা ও কনের পিতা প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন জানান, শুক্রবার রাতে শিশু সহায়তা জাতীয় জরুরি ফোন সেবা ১০৯৮ থেকে প্রাপ্ত ফোনের ভিত্তিতে স্থানীয় সমাজকর্মী ও গ্রাম পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদের নেতৃত্বে এই বাল্য বিবাহ বন্ধের অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমদ জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাল্য বিয়ের খবরে পালংখালী ইউনিয়নে গয়ালমারায় অভিযান পরিচালনা করে তাৎক্ষণিক বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এ সময় টেকনাফ উপজেলার কাঞ্জরপাড়া এলাকার মৃত জালাল আহমদের ছেলে বর মোহাম্মদ রাসেলকে (২৪) ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া বরের চাচা উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গায়ালমারা এলাকার মৃত ইমান হোসেনের পুত্র আবুল কালাম ও কনের পিতাকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে স্কুলপড়ুয়া ওই পাত্রীকে নিয়মিত পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য পরিবারসহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিসহ সবাইকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ২ কেজি হেরোইন জব্দ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন ১৮২ ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে