বাস-পিকআপ সংঘর্ষে মীরসরাইয়ে নিহত ২

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৫:৩৯ অপরাহ্ণ

বাসের ধাক্কায় মীরসরাইয়ে পিকআপচালক ও সহকারী নিহত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে মীরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পিকআপচালক ওসমান গনি (৫০)। তিনি চট্টগ্রামের বকশীরহাট এলাকার বাসিন্দা। অপরজন চালকের সহকারী। তার পরিচয় পাওয়া যায়নি।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, ভোরে মহাসড়কের সোনাপাহাড় এলাকায় রাস্তার পাশের একটি পিকআপ দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকামুখী সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্টো-ব ১৩-১৯৩৬) সামনে থাকা পিকআপ (চট্ট- মেট্টো-ন ১১-২৭৭২) গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে পিকআপচালক ও চালকের সহকারী গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক চালক ওসমান গণিকে মৃত ঘোষণা করে। চালকের সহকারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, পিকআপচালক ওসমান গনি মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়ার পথে মারা যান। চালকের সহকারী চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে শুনেছি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কাশেমের বসতঘর
পরবর্তী নিবন্ধপ্রশাসনিক ট্রাইব্যুনালের বিশেষ পিপি হলেন এড. জালাল পারভেজ